![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি প্রথমবারের মতো স্মার্ট টিভি উন্মোচন করবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লুসি)।
ভারতের ক্রেতাদের টার্গেট করে এই টিভি বাজারে আনবে তারা। টিভির আকার বা দাম সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইভেন্টটিকে কেন্দ্র করে রিয়েলমির মূল কোম্পানি অপোও আনবে নতুন দুটি ফোন। অপোর ফোন দুটি হলো অপো ফাইন্ড এক্স২ ও ফাইন্ড এক্স২ প্রো।
অপো ফাইন্ড এক্স২ এর সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে থাকবে ৪৮, ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারির শক্তি হবে ৪ হাজার এমএএইচ।
ফাইন্ড এক্স২ প্রো আসবে ফাইভজি সংস্করণে। ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। পেছনে থাকবে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য থাকবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি।
দুটি ফোনেই থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। র্যাম হবে ১২ জিবি। স্টোরেজ হবে ২৫৬ জিবি। ফোনগুলো বাজারে আসবে এপ্রিলে।
গিজমোচায়না অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ০৪/২০২০/১১৫৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি