![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক জায়গায় অনেকগুলো গুগল ম্যাপ ব্যবহার করলে রাস্তায় জ্যাম আছে বলে ধরে নেয় গুগল। রাস্তায় ভিড় কম না বেশি তা জানানো হয় রাস্তার রঙ পরিবর্তন করে।
গুগলের এই প্রক্রিয়া অনুসরণ করে হ্যাকিংয়ের কৌশলটি বের করেন বার্লিনভিত্তিক প্রযুক্তি প্রেমী সিমন ওয়েকার্ট।
একটি ট্রলিতে একসঙ্গে ৯৯টি ফোন রাখেন তিনি। এই ফোনগুলোর প্রত্যেকটিতে চালু করেন গুগল ম্যাপ। এরপর শহরের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে হাঁটতে থাকেন। এক জায়গায় এতো ফোন থাকায় বিভ্রান্ত হয় গুগল ম্যাপ। রাস্তার রঙ লাল করে ম্যাপে জানিয়ে দেয় ট্রাফিক জ্যামের খবর। অথচ রাস্তা পুরো ফাঁকাই ছিলো।
মজা করে গুগল ম্যাপকে বোকা বানানোর জন্য তিনি ব্যবহার করেন সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন।
আসলেই এ প্রক্রিয়ায় গুগল ম্যাপকে বিভ্রান্তিকর তথ্য দেখাতে বাধ্য করা যায় কিনা তা প্রশ্ন সাপেক্ষ। কারণ পুরো প্রক্রিয়াটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি। বিষয়টি সম্পূর্ণ ভুয়াও হতে পারে। এই নিরীক্ষণ সম্পর্কে গুগলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এজেড/ ফেব্রুয়ারি ৩/২০২০/১৬৩৩
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি