Techno Header Top

ফ্যাক্টরি বন্ধ : যোগান নেই আসুস আরওজি ২ ফোনের

আসুস আরওজি ফোন ২। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসুস আরওজি ফোন ২ এর উৎপাদনের উপর করোনাভাইরাসের প্রভাব পড়েছে।

আসুস আরওজি ইন্ডিয়ার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ফোনটির সাপ্লাই চেইন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই ভারতের বাজারে সাময়িকভাবে ফোনটির ঘাটতি দেখা দেবে। যথেষ্ট স্টক রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।

কম খরচে প্রযুক্তি পণ্য উৎপাদনের জন্য আসুস চীনের উপর নির্ভরশীল। আসুসের হেড অফিস তাইওয়ানে হলেও চীনের মূল ভূখণ্ডে তাদের অনেক ফ্যাক্টরি আছে। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে তারা। এখন পর্যন্ত এ ভাইরাসে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৪ হাজার।

গত সেপ্টেম্বরে বাজারে আসা আসুসের গেইমিং ফোন আরওজি ২ এ আছে ৬ দশমিক ৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। রিয়ার ক্যামেরায় আছে ৪৮ ও ১৩ মেগাপিক্সেলের লেন্স। সামনে আছে ২৪ মেগাপিক্সেলের লেন্স। ব্যাটারির শক্তি ৬০০০ এমএএইচ। এর সঙ্গে আছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। র‍্যাম ১২ জিবি। ফোনটি ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে বাজারে এসেছে।

গিজমোচায়না অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ২/২০২০/১২১৮

*

*

আরও পড়ুন