![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আজ থেকে অ্যান্ড্রয়েড ২.৩৭ ও আইওএস ৮ এর চেয়ে পুরানো অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
ডিভাইসগুলোতে হোয়াটসঅ্যাপ আপডেট বা ইনস্টল করাও যাবে না। এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সমস্যায় পরবেন আইফোন ৪এস ও গ্যালাক্সি এস, নক্সাস ওয়ান, ড্রয়েড এক্স ২ এর মতো পুরানো ডিভাইসের ব্যবহারকারীরা।
এখন থেকে শুধু অ্যান্ড্রয়েড ৪.০.৩ আইসক্রিম স্যান্ডউইচ ও আইওএস ৯ এর পরের সংস্করণগুলোতে হোয়াসটঅ্যাপের অফিশিয়াল সাপোর্ট বা সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
গত ৩১ ডিসেম্বর সব উইন্ডোজ ফোনে ম্যাসেজিং অ্যাপটির সেবা বন্ধ করে দেওয়া হয়।এর আগে ২০১৬ সালে কয়েক লাখ ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ করা হয়।
২০২০ সালে যে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ হবে তা জানানো হয়েছিলো ২০১৭ সালে। গত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম ২.৩ জিঞ্জারব্রেড এর সক্রিয় ব্যবহারকারী ছিলো ০.৩ শতাংশ।
অ্যান্ড্রয়েড পুলিস অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ১/২০২০/১১১০
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি