Techno Header Top and Before feature image

রোনালদোর ফলোয়ার এখন ২০ কোটি

মাঠে সেরা, ইনস্টাগ্রামেও সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বেশি ফলোয়ার জুভেন্টাসের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর।

বুধবার তার ফলোয়ার সংখ্যা দাঁড়ায় ২০ কোটি।বিষয়টি ইনস্টাগ্রামে জানান রোনালদো। সেখানে তিনি ভক্তদের ধন্যবাদ দেন।জবাবে ভক্তরা তাকে অভিনন্দন জানান।

ইনস্টাগ্রামে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩৪টি পণ্যের প্রচারণা চালিয়েছেন রোনালদো। পোস্ট প্রতি তিনি আয় করেছেন ১ দশমিক ৪ মিলিয়ন ডলার (১৪ লাখ ডলার)। এখন ফলোয়ার বাড়ার কারণে পেইড পোস্ট থেকে তার আয় আরও বাড়বে।

তবে ২০ কোটি ২০ লাখ ফলোয়ার জুটলেও সেরার খেতাব পাননি তিনি। কারণ খোদ ইনস্টাগ্রামেরও অ্যাকাউন্ট আছে, যার ফলোয়ার সংখ্যা ৩৩ কোটি ৫০ লাখ। তৃতীয় স্থানে আছেন গায়িকা আরিয়ানা গ্রান্ডে। তার ফলো সংখ্যা ১৭ কোটি ৩১ লাখ। ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন ১৭ কোটি ফলোয়ার নিয়ে আছেন চতুর্থ স্থানে।

ফলোয়ার সংখ্যায় বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসির অবস্থান অষ্টম। তার ফলোয়ার ১৪ কোটি ১৮ লাখ। দশম স্থানে থাকা ফুটবলার নেইমারকে ফলো করেন ১৩ কোটি ২৬ লাখ ব্যবহারকারী।

ইয়াহু স্পোর্টস অবলম্বনে এজেড/ জানুয়ারি ৩০/২০২০/১৭৫৫

আরও পড়ুন –

এক ছবিতেই এতো আয়! 

ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেন কেইলি জেনার 

পোস্ট প্রতি তাদের আয় ১৮০০ ডলার!

*

*

আরও পড়ুন