![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিয়মিত প্রযুক্তি পণ্য রিভিউ আয়োজনের ধারাবাহিকতায় টেকশহর এবার এনেছে হুয়াওয়ে ‘ফ্রিবাডস-৩’-এর ভিডিও রিভিউ।
সাধারণ ইয়ারফোনের ধারণা বদলে দিতে গত কয়েক বছর থেকে বাজারে ইয়ারবাডস হাজির করতে শুরু করেছে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান।
অ্যাপলের দেখানো পথে সবাই যাত্রার সময়ে হুয়াওয়ে এনেছে তাদের ওয়্যারলেস ইয়ারফোন ‘ফ্রিবাডস-৩’।
টেকশহরের ইউটিউব চ্যানেলে ফ্রিবাডস-৩ এর রিভিউ দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন। সব ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে।
‘ফ্রিবাডস-৩’ এ আছে ডুয়েল চ্যানেল কানেকশন যা দীর্ঘক্ষণ চার্জ ব্যাকআপ দেয়। অ্যাপলের এয়ারপডস-২ এর মতো দেখতে হুয়াওয়ে ফ্রিবাডস-৩-তে ব্যবহার করা হয়েছে নিজস্ব কিরিন এ-১ চিপ।
আর ব্লুটুথ ৫.১ প্রযুক্তি। ফ্রিবাডস-৩ ফুল চার্জ হতে একঘণ্টা সময় নেয়। রয়েছে ৪১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
অ্যান্ড্রয়েডের পাশাপাশি এটি ব্যবহার করা যাবে আইওএস অপারেটিং সিস্টেমেও। সাদা ও কালো রঙে পাওয়া যাবে ডিভাইসটি।
দেশের বাজারে এর দাম ১৪ হাজার ৯৯০ টাকা।
ইএইচ/ জানু ৩০/ ২০২০/ ১৫২৬
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি