আইফোনের ফিচার নকলে অ্যান্ড্রয়েড!

অ্যান্ড্রয়েড ১১ এর ডামি লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইফোনের এয়ারড্রপের মতো একটি ফিচার আনতে যাচ্ছে অ্যান্ড্রয়েড।

আইওএসের জনপ্রিয় এ ফিচার তারবিহীনভাবে আইফোন থেকে আইফোনে নিরাপদ ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে খুবই কার্যকর।

অ্যান্ড্রয়েডে ফিচারটি না থাকায় ব্যবহারকারীদের ঝুঁকিপূর্ণ ফাইল শেয়ারিং অ্যাপ ব্যবহার করতে হয়। যেগুলো তথ্য চুরি করে বলেও অনেকবার শোনা গেছে। তাই অনেকদিন ধরেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এমন একটি ফিচারের দাবি করে আসছিলেন।

Techshohor Youtube

এক্সডিএ ডেভেলপারস ফোরামে প্রকাশিত একটি প্রতিবেদনে এয়ারড্রপের মতো ফিচার আনতে কাজ চলছে বলে দাবি করেছে এক্সডিএ ডেভেলপার্সের প্রধান সম্পাদক মিশাল রহমান। তিনি একটি ভিডিওতে ফিচারটি কেমন হতে পারে তাও দেখিয়েছেন।

তারা আপাতত এ ফিচারকে নিয়ারবাই শেয়ারিং বলছেন। আরেক টেক জায়ান্ট স্যামসাংও এয়ারড্রপের বিকল্প একটি ফিচার নিয়ে কাজ করছে। তারা এর নাম দিয়েছে কুইক শেয়ার।

ফিচারটি শেষ পর্যন্ত আসবে কী না তা নিয়ে গুগলের তরফ থেকে কিছু জানানো হয়নি। ধারনা করা হচ্ছে পিক্সেল ও ওয়ানপ্লাস ডিভাইসগুলোতে ফিচারটি শিগগির পাওয়া যাবে।

তবে অ্যান্ড্রয়েডভিত্তিক সব ডিভাইসে কীভাবে ফিচারটি কাজ করানো যায় তা নিয়ে ভাবছে গুগল।

এর আগে অ্যান্ড্রয়েড বিম নামে একটি ফাইল শেয়ারিং ফিচার চালু করেছিল গুগল। তবে তা পরে বাতিল করে দেওয়া হয়।

এমআর/আরআর/৩০ জানুয়ারি/২০২০/১৪১৫

আরও পড়ুন –

অ্যাপলের ফেইস আইডির লোগো নকল স্যামসাংয়ের 

নকল এয়ারপড হতে সাবধান

*

*

আরও পড়ুন