![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনসম্মুখের আড়ালে থাকা জেফ বেজসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজস অ্যামাজনের শেয়ারের একটি অংশ বিক্রি করেছেন।
গত এপ্রিলে বেজসের সঙ্গে বিচ্ছেদের সময় তিনি অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পান। এই ৪ শতাংশ শেয়ারের অর্থমূল্য ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার (৩ হাজার ৮৩০ কোটি ডলার)। এর মধ্যে তিনি বিক্রি করেছেন ৪০ কোটি ডলারের শেয়ার। বিক্রির পর তার কাছে এখন রয়েছে ১৯ দশমিক ৫ মিলিয়ন শেয়ার।
ঠিক কী কাজে তিনি এই অর্থ ব্যয় করবেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এ অর্থ তিনি দাতব্য কাজে ব্যয় করবেন। কারণ গত বছর ‘গিভিং প্লেজ’ ক্যাম্পেইনে যোগ দেন ম্যাকেঞ্জি। সে সময় বিচ্ছেদ থেকে পাওয়া প্রায় অর্ধেক অর্থ দাতব্য সংস্থাটিতে দান করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এই ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট ও বিল গেটস।
জেফ বেজস এখনও তার সম্পদের কোনো অংশ দান করেননি। তবে ম্যাকেঞ্জির এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
৪৮ বছর বয়সী ম্যাকেঞ্জি বেজস পেশায় একজন ঔপন্যাসিক। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বেজসের সঙ্গে তার পরিচয় হয়। সম্পর্কে জড়ানোর তিন মাসের মাথায় তাদের বাগদান হয়। ১৯৯৩ সালে তারা বিয়ে করেন। বেজস ও ম্যাকেঞ্জির ৪ ছেলেমেয়ে রয়েছে।
ব্লুমবার্গ অবলম্বনে এজেড/ জানুয়ারি ২৮/২০২০/১২৪০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি