Techno Header Top and Before feature image

এআর বিজ্ঞাপনে বিক্রি বেড়েছে

বিজ্ঞাপনে এআর প্রযুক্তি ব্যবহারে সুবিধা পাচ্ছেন ক্রেতারা। ছবি : ফোর্বস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সোশ্যাল মিডিয়াতে পণ্যের প্রচারণায় অগমেন্টেড রিয়েলিটি (এআর) ব্যবহারে সুফল পাচ্ছে ব্র্যান্ডগুলো।

ফেইসবুক ও স্ন্যাপচ্যাটে প্রচারিত বিজ্ঞাপনগুলোতে এআরের ব্যবহার থাকলে মানুষের এনগেইজমেন্ট বেশি হচ্ছে। কারণ এআরের মাধ্যমে অনেক পণ্য ভার্চুয়ালি ট্রায়াল দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে পছন্দ হওয়া পণ্যটি আদৌ মানাবে কিনা তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। এ সমস্যা দূর করছে এআর। কোন শেডের লিপস্টিক ঠোঁটে বেশি মানাবে তা বুঝতে অনেকে এআর প্রযুক্তির সহায়তা নিচ্ছেন।

ক্রেতাদেরকে ট্রায়াল দেওয়ার সুবিধা দিতে আলাদা একটি ফিচার নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম।

এছাড়াও, বিজ্ঞাপনে যে সোফা দেখানো হচ্ছে তা নিজের লিভিং রুমে কেমন লাগবে তাও দেখা যাচ্ছে এআরের মাধ্যমে। ফলে কোনো সোফা পছন্দ হলে পরিকল্পনা না থাকলেও অনেকে তা কিনে ফেলছেন।

আগামী ২০২২ সালের মধ্যে এআর সম্বলিত বিজ্ঞাপন থেকে ১৩ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার, ফেইসবুক ও হোয়াটসঅ্যাপের তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ট্র্যাকটিকা।

বিজনেস ইনসাইডার ও ফোর্বস অবলম্বনে এজেড/ জানুয়ারি ২৭/২০২০/১৩৪২

আরও পড়ুন –

সিইএসে এলো ‘আর্টিফিশিয়াল হিউম্যান’ 

এআর অ্যাপে বাড়ছে ওয়াইন ব্যবসা 

এআর চশমা আনছে হুয়াওয়ে

*

*

আরও পড়ুন