হুয়াওয়ে ওয়াই ৯এস ফোনের ভালো-মন্দ

হুয়াওয়ে ওয়াই ৯এস রিভিউ। ছবি : টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আবারও হ্যান্ডসেটের ভিডিও রিভিউ নিয়ে হাজির হয়েছে টেকশহরডটকম।

এবার হুয়াওয়ের ওয়াই ৯এস ফোনের ভালো-মন্দ দেখার চেষ্টা করা হয়েছে। টেকশহরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়িমিত ভিডিও পেতে থাকুন।

মাঝারি বাজেটের ফোনটি ইতোমধ্যে বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হয়েছে।

Techshohor Youtube

ফোনটিতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির এলটিপিএস আইপিএস ফুল এইচডি ডিসপ্লে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের পাশাপাশি কার্ডে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।

৪০০০ এমএএইচ ব্যাটারির ফোনটির পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের তিন ক্যামেরা। সামনে রয়েছে পপআপ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটিতে নিজেদের কিরিন ৭১০-এফ চিপসেট দিয়েছে হুয়াওয়ে। চলবে অ্যান্ড্রয়েড ৯ পাইয়ে হুয়াওয়ের কাস্টমাইজ ইএমইউআই ৯.১ অপারেটিং সিস্টেমে।

দেশে ডিভাইসটির দাম ২৯ হাজার ৯৯০ টাকা।

বিস্তারিত দেখুন ভিডিওতে।

ইএইচ/ জানু ২৬/ ২০২০/

*

*

আরও পড়ুন