Techno Header Top

ওয়ালটন আনছে ৪৮ মেগাপিক্সেলের ফোন

ওয়ালটনের নতুন ফোন ‘প্রিমো এস৭ প্রো’। ছবি : সংগৃহীত
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ালটন বাজারে আনছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন। দেশীয় ফ্ল্যাগশিপ ফোনটির নাম ‘প্রিমো এস৭ প্রো’। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে ফোনটির প্রদর্শনী চলছে।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসেই ফোনটি বাজারে আসবে।

৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের ফোনটির পর্দার রেজ্যুলেশন হবে ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। প্রসেসর হিসেবে এতে আছে হেলিও পি৭০ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৬ জিবি  র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।

ফোনটির পেছনে রয়েছে ৪৮, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকআপের জন্য রয়েছে ৩৯৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনটিতে ১০ ওয়াটের ওয়ারলেস চার্জিংসহ থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

এজেড/ জানুয়ারি ২৩/২০২০/১৬৫৫

আরও পড়ুন –

ওয়ালটনের পণ্য নিতে আগ্রহী কম্বোডিয়া 

র‌্যাম উৎপাদনে ওয়ালটনের আনুষ্ঠানিক যাত্রা 

অ্যামাজনে বিক্রির জন্য যাচ্ছে ওয়ালটনের পণ্য

*

*

আরও পড়ুন