![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথম সিজনেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে নেটফ্লিক্স সিরিজ দ্য উইচার। এই সিরিজ নিয়ে এবার অ্যানিমেশন সিনেমাও তৈরি হচ্ছে। খোদ নেটফ্লিক্স টুইটারে এ তথ্য জানিয়েছে।
অ্যানিমেটেড সিনেমাটির নাম হবে দ্য উইচার : নাইটমেয়ার অব দ্য উলফ। এতে চিত্র নাট্য লেখক হিসেবে থাকবেন দ্য উইচারের নির্বাহী প্রযোজক লরেন স্মিথ হিসরিচ।
সিরিজটির জনপ্রিয়তা আঁচ করতে পেরে প্রথম সিজন প্রচারের আগেই দ্বিতীয় সিজন তৈরির অনুমতি দিয়েছিলো নেটফ্লিক্স। এ বিষয়ে টুইটারে তিনি জানান, এক বছর আগে থেকেই খবরটি তিনি গোপন রেখেছিলেন। সিনেমা আসতে বেশি সময় লাগবে না। ধারণা করা হচ্ছে, সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
পোল্যান্ডের লেখক আন্দ্রে সাপকোস্কির উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজের মুখ্য চরিত্রে এক শিকারিকে দেখা যায়। মূল চরিত্রে আছেন হেনরি কেভিল, আনিয়া চলোত্রা ও ফ্রেয়া অ্যালান। সিরিজটির প্রচার শুরু হয় ২০১৯ সালের ২০ ডিসেম্বর। সিরিজটির আইএমডিবি রেটিং ৮ দশমিক ৪।
স্ল্যাশগিয়ার অবলম্বনে এজেড/ জানুয়ারি ২৩/২০২০/১৫৫৫
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি