যেভাবে ফাইভজি নেটওয়ার্কে গোল দিল রোবট

ফাইভজি নেটেওয়ার্কে ফুটবল খেলে গোল দিচ্ছে রোবট। ছবি : টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে ফাইভজি নেটওয়ার্কে ফুটবল খেলেছে একটি রোবট। শুধু খেলেইনি, গোলও দিয়েছে সেই রোবট। 

এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে। 

সম্প্রতি দেশে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ মেলায় হুয়াওয়ে তাদের ফাইভজি নেটওয়ার্ক প্রদর্শন করেছে। সেখানে ফাইভজি ব্যবহার করে এমন খেলা এবং গোল দেবার ঘটনা ঘটেছে। 

Techshohor Youtube

পুরো বিষয়টি কিভাবে ঘটেছে সেটিই তুলে ধরেছে টেকশহরডটকম এই ভিডিওটির মাধ্যমে। 

সেখানে দেখা যাচ্ছে, গোলপোস্টের সামনে বলের পিছনে দাঁড়িয়ে আছে সেই রোবট। তাকে কমান্ড করার সঙ্গে সঙ্গে ফাইভজি সংযোগ ব্যবহার গোল করে।

ভিডিওটিতে রয়েছে বিস্তারিত। টেকশহরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভিডিও দেখতে পাবেন। 

ইএইচ/জানু ২৩/ ২০২০/ ১৫০৭

*

*

আরও পড়ুন