![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে চার ক্যামেরার স্মার্টফোন আনছে চীনা প্রতিষ্ঠান ভিভো। ‘ভিভো এস১ প্রো’ মডেলের ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ডিভাইসটির ক্যামেরার ডিজাইনেও নতুনত্ব এনেছে চীনা প্রতিষ্ঠানটি।
ডিভাইসটি ব্যবহার অভিজ্ঞতা থেকে ইতোমধ্যে এর ডিটেইল রিভিউ করেছে টেকশহরডটকম। ইউটিউব চ্যানেলে দেখতে ক্লিক করুন এই লিঙ্কে। আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। রিভিউসহ ভিডিও সব কনটেন্ট পাবেন সময়মতো।
মাঝারি বাজেটের ভিভো এন১ প্রো ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ৯.০ বা পাইতে। সঙ্গে রয়েছে ভিভোর কাস্টমাইজ ফানটাচ ৯.২ অপারেটিং সিস্টেম।
৮ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি রম দিয়েছে ভিভো। এছাড়াও ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে কার্ডের মাধ্যমে।
ডিভাইসটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়াও বেশ কিছু নতুন ফিচার পাবেন ব্যবহারকারীরা।
দেশে ডিভাইসটির দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
ইএইচ/ জানু ২২/ ২০২০/ ২০৪০