ভিডিও রিভিউতে শাওমির রেডমি নোট ৮ প্রো

শাওমি রেডমি নোট ৮ প্রো রিভিউ। ছবি : টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে মধ্যম বাজেটের রেডমি নোট ৮ প্রো মডেলের স্মার্টফোন এনেছে চীনা প্রতিষ্ঠান শাওমি।

ফোনটি ব্যবহার করে এর ভালো-মন্দ দিকগুলো তুলে আনার চেষ্টা করেছে টেকশহর টেক রিভিউ প্রোগ্রামে। ইউটিউব চ্যানেলে ফোনটির রিভিউ দেখা যাবে।

ক্যামেরায় ফোকাস করে শাওমি রেডমি নোট ৮ প্রো মডেলে দিয়েছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। সেলফি ক্যামেরা রয়েছে ২০ মেগাপিক্সেলের।

Techshohor Youtube

৬ জিবি র‌্যামের সঙ্গে রয়েছে ৫৬ এবং ১২৮ জিবি রমের দুটি সংস্করণ থাকছে।

ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৯.০ এর পাশাপাশি শাওমির কাস্টমাইজ এমআইইউআই ১০ অপারেটিং সিস্টেমে। আর প্রসেসর রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯০টি।

ব্যাটারি রয়েছে ৪৫০০ এমএএইচ। ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের সংস্করণের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা।

বিস্তারিত দেখুন ভিডিওতে। 

ইএইচ/ জানু ২২/ ২০২০/ ১৫১৫

*

*

আরও পড়ুন