দেশে ফাইভজি যন্ত্রপাতি, যেভাবে কাজ করে সেগুলো

হুয়াওয়ের ফাইভজি টাওয়ার। ছবি : টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে ফাইভজি প্রযুক্তি কিভাবে কাজ করে সেটা যন্ত্রপাতি বসিয়ে দেখিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ে। 

সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলায় হুয়াওয়ে ফাইভজির প্রদর্শনী করেছে।

সম্মেলন কেন্দ্রটিতে হুয়াওয়ে বিরাটাকারের এক ফাইভজি টাওয়ার বসিয়ে ফাইভজি ইন্টারনেট ব্যবহার করে দেখিয়েছে। যেখানে ১০০ মেগাহার্জ ব্যান্ডউইথ ব্যবহার করে ১.৬ গিগাবিট গতির ইন্টারনেট পেয়েছে প্রতিষ্ঠানটি। 

Techshohor Youtube

এর আগে দেশে প্রথমবারের মতো ফাইভজি প্রযুক্তির পরীক্ষায় হুয়াওয়ে ৮০০ মেগাহার্জ ব্যান্ডইউথ ব্যবহার করে ৪ দশমিক ১৭ জিবিপিএস গতি পেয়েছিল প্রতিষ্ঠানটি। 

ডিজিটাল বাংলাদেশ মেলায় ফাইভজি প্রদর্শনীর সব বিস্তারিত দেখুন টেকশহরের ভিডিওতে। আরও ভিডিও দেখতে টেকশহরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

বিশেষজ্ঞরা বলছেন ফাইভজিতে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো সামনের দিনে অনেক কিছুর কল্পনাকেও হার মানাবে।

ইএইচ/ জানু ২০/ ২০২০/ ১৮০০

*

*

আরও পড়ুন