![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে নতুন স্মার্টফোন আনলো এইচএমডি গ্লোবাল। নকিয়া ২.৩ মডেলের হ্যান্ডসেটটি বৃহস্পতিবার উন্মোচন প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নকিয়ার স্টলে হ্যান্ডসেটটি উন্মোচন করেন অভিনেতা ও প্রযোজক ফেরদৌস আহমেদ।
নকিয়া ২.৩ হ্যান্ডসেটের পাশাপাশি আরেকটি ফোন ‘নকিয়া ৮০০ টাফ’ও আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
নকিয়া ২.৩ স্মার্টফোনে রয়েছে ৬ দশমিক ২ ইঞ্চির ইন-সেল এইচডিপ্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ১৫২০*৭৫০ পিক্সেল। ডিভাইসটির পিক্সেল ঘনত্ব ২৭১ পিপিআই।
অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের ফোনটিতে আগামী মার্চের মধ্যে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাবে বলে জানিয়েছে নকিয়ার অফিসিয়ালরা। রয়েছে মিডিয়াটেক হেলিও এ-২২ মডেলের চিপসেট। প্রসেসর রয়েছে কর্টেক্স এ-৫৩ আর্কিটেক্সার কোয়াড কোর।
২ জিবি র্যাম ও ৩২ জিবি রমের পাশাপাশি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।
পিছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামরা, আর সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরায় রয়েছে রেকমেন্ডেড এআই শট ফিচার, পোট্রেইট ফিচার।
ফোনটিতে নকিয়া দিচ্ছে তিন বছরের সিউকরিটি আপডেট এবং দুই বছরের অপারেটিং আপডেট প্রতিশ্রুতি।
ব্যাটারি রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার। যা স্ট্যান্ডার্ড স্ক্রিন টাইমে দুই দিন ব্যাকআপ দেবে বলে দাবি করছেন নকিয়ার কর্মকর্তারা।
এছাড়াও ফোনটিতে রয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। ডিভাইসটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
অন্যদিকে নকিয়া ৮০০ টাফ মডেলটির দাম পড়বে ১০ হাজার ২৫০ টাকা।
হ্যান্ডসেট উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফফাত জহুর; এইচএমডি গ্লোবালের হেড অব সেলস অপারেশন মোজাম্মেল খানসহ এইচএমডি গ্লোবাল ও সিএমপিএল-এর উচ্চ পদস্থ কর্মকর্তারা।
শুক্রবার থেকে সারা দেশে নকিয়ার ফোন দুটি পাওয়া যাবে বলে জানিয়েছে এইচএমডি গ্লোবাল।
ডিভাইসটির আনবক্সিং এবং আরও বিস্তারিত তথ্য জানতে টেকশহরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাবেন আনবক্সিং ভিডিওটি।
ইএইচ/ জানু ১৬/ ২০২০/ ২০১০
আরও পড়ুন –