ওয়ানপ্লাস সিইও : এখনও তৈরি নয় ফোল্ডেবল ফোন

ওয়ানপ্লাসের সিইও পিট লাউ। ছবি : বিবোম

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোল্ডেবল ফোন এখনই বাজার মাতানোর জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন ওয়ানপ্লাসের সিইও পিট লাউ।

সংবাদ মাধ্যম দ্য ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ফোল্ডেবল ফোন নিয়ে তারাও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফোনটি বাজারে আনার পরিকল্পনা বাদ দেন। প্রচলিত ফোনের চেয়ে ফোনটি ব্যবহারের সুবিধা বেশি নয় এমন ভাবনা থেকেই এ সিদ্ধান্ত নেন তারা।

তবে ওয়ানপ্লাস কখনো ফোল্ডেবল ফোন বাজারে আনবে না বিষয়টি এমন ও নয়। যদি ফোল্ডেবল ফোনের প্রযুক্তির মান আরও ভালো হয় তবে তারা ফোল্ডবল ফোন আনতে পারে। ফোন আনফোল্ড বা ফোল্ড করা অবস্থায় এর কোনো ক্ষতি হোক এটা ওয়ানপ্লাস চায় না।

Techshohor Youtube

এখনকার ফোল্ডেবল ফোনগুলো অনেক বড়। ডিজাইন খুব বেশি পরিস্কার নয়। বার বার ফোল্ড বা আনফোল্ড করাটাও ঝুঁকিপূর্ণ। স্ক্রিনের মধ্যে ফোল্ড করার জায়গাটা ঠিক কোথায় হওয়া দরকার সে বিষয়েও কেউ পরিস্কার নয়। এ ধরণের কোনো সমস্যা নিজেদের কোনো পণ্যে দেখতে চান না পিট লাউ।

গত বছর স্যামসাং, হুয়াওয়ে ও মটোরলা ফোল্ডবল ফোন উন্মোচন করে। এর মধ্যে সবার আগে উন্মোচিত গ্যালাক্সি ফোল্ডের ভঙ্গুর ডিসপ্লে নিয়ে সমস্যায় পরে স্যামসাং। ফলে নির্ধারিত সময়ের ৪ মাস পর ফোনটি বাজারে আসে।

৯টু৫ গুগল অবলম্বনে এজেড/ জানুয়ারি ১৫/২০২০/১১৪৫

আরও পড়ুন –

গ্যালাক্সি ফোল্ডের ডিসপ্লে মেরামতেই অর্ধলাখ 

বাজারে না আসতেই ভাঙছে গ্যালাক্সি ফোল্ডের ডিসপ্লে

*

*

আরও পড়ুন