আনবক্সিং ভিডিওতে নকিয়া ২.৩ হ্যান্ডসেট

টেকশহর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট লুক অনুষ্ঠানে নকিয়া ২.৩ আনবক্সিং। ছবি : টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে একটি নতুন হ্যান্ডসেট এনেছে এইচএমডি গ্লোবাল। নকিয়া ২.৩ মডেলের হ্যান্ডসেটটি বৃহস্পতিবার উন্মোচন করছে নকিয়া।

ইতোমধ্যে টেকশহরডটকম হ্যান্ডসেটটি নিয়ে একটি ‘টেকশহর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট লুক‘ ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়েছে। 

ফোনটিতে রয়েছে ৬ দশমিক ২ ইঞ্চির ইন-সেল এইচডিপ্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ১৫২০*৭৫০ পিক্সেল। ডিভাইসটির পিক্সেল ঘনত্ব ২৭১ পিপিআই।

Techshohor Youtube

অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের ফোনটিতে আগামী মার্চের মধ্যে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাবে বলে জানিয়েছে নকিয়ার অফিসিয়ালরা। রয়েছে মিডিয়াটেক হেলিও এ-২২ মডেলের চিপসেট। প্রসেসর কর্টেক্স এ-৫৩ আর্কিটেক্সার কোয়াড কোর।

২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম থাকলেও কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।

পিছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামরা, আর সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরায় রয়েছে রেকমেন্ডেড এআই শট।

ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এই আনবক্সিং ভিডিওতে। নিয়মিত নতুন সব হ্যান্ডসেটের আনবক্সিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

ইএইচ/ জানু ১৭/ ২০২০/ ২৩৩০

*

*

আরও পড়ুন