![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : একা একা চাঁদ ভ্রমণে যেতে চান না জাপানিজ ধনকুবের উইসাকু মিজাওয়া। তাই খুঁজছেন জীবন সঙ্গিনী।
তবে চাইলে তো আর যে কারো সঙ্গে প্রেম করা যায় না। তাই আগ্রহী নারীদেরকে গুগল ডকে ফর্ম পূরণ করতে বলেছেন তিনি। ফর্মে তারা নিজের সম্পর্কে তথ্য জানাতে পারবেন। তবে শর্ত হলো, বয়স ২০ বছরের উপরে হতে হবে এবং জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার ইচ্ছা থাকতে হবে। জাপানিজই হতে হবে এমন কোনো কথা নেই, বুদ্ধিমান হলেই হবে। নির্বাচিত নারীদের সঙ্গে মিজওয়া ফেব্রুয়ারি ও মার্চে ডেটে যাবেন। এরপরই চাঁদ যাওয়ার সঙ্গীর নাম জানাবেন তিনি। একসঙ্গে শুধু চাঁদে যাওয়াই মূল কথা নয়, এ প্রক্রিয়ার মাধ্যমে তিনি দীর্ঘ মেয়াদী সম্পর্কে জড়াতে চান।
তাই সঙ্গী খুঁজতে টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘ওয়ান্টেড! কেনো আপনি চাঁদে যাওয়া প্রথম নারী হবেন না? যাচ্ছেন আমার সঙ্গে চাঁদে?’
পেশায় মিজাওয়া একজন ফ্যাশন উদ্যোক্তা। তিনি প্রায় ২০০ কোটি ডলারের মালিক। চাঁদে যেতে ২০১৮ সালের সেপ্টম্বরে স্পেসএক্সের টিকেট কেনেন তিনি। ২০২৩ সালে চাঁদের ফ্লাইট ধরবেন তিনি। চাঁদ নিয়ে শৈল্পিক কিছু সৃষ্টির লক্ষ্যে ৬ থেকে ৮ জন শিল্পীও যাচ্ছেন তার সঙ্গে। এর বাইরে একটি টিকেট তিনি রেখে দিয়েছেন হবু প্রেমিকার জন্য।
ম্যাশেবল অবলম্বনে এজেড/ জানুয়ারি ১৩/২০১৯/১৪১০
আরও পড়ুন –
চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে চায় বাংলাদেশ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি