![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তলপেটের মেদ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কারণ বেড়িয়ে থাকা মেদ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
তাই অতিরিক্ত মেদ নিয়ে চিন্তা দূর করতে ‘বেলো’ ডিভাইস এনেছে ভারতীয় প্রতিষ্ঠান অলিভ হেলথ কেয়ার। সদ্য সমাপ্ত প্রযুক্তি প্রদর্শনী সিইএসে তাদের ডিভাইসটির দেখা মেলে।
ডিভাইসটি অন করে অ্যাপের সঙ্গে সংযুক্ত করতে হয়। এরপর তলপেটে মেদ থাকা অংশে ডিভাইসটি চেপে ধরতে হয়। নাভির উপরে ও নীচে মিলিয়ে ৬ সেকেন্ড এটি দিয়ে মেদ স্ক্যান করাতে হয়।
এতে ডিভাইসটি ১০ এর মধ্যে হেলথ স্কোর দেয়। এছাড়াও, স্কোর অনুযায়ী কোন ধরনের ব্যায়াম করতে হবে বা কী ধরণের ডায়েট প্ল্যান মেনে চলতে হবে তা জানিয়ে দেবে বেলো। ফলে স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন থাকা যাবে।
ক্রাউডফান্ডিংয়ের জন্য উন্মুক্ত ৩৭৯ ডলারের বেলো ডিভাইস বাজারে সফলতা পেলে অলিভ হেলথ কেয়ার এর আপডেট সংস্করণও আনবে। ডিভাইসটি দিয়ে স্তন স্ক্যান করানো যাবে। ফলে আগেভাগেই স্তন ক্যান্সার সম্পর্কে জানা যাবে। শরীরে পানি, মেদ ও ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের মাত্রা দেখে ক্যান্সার শনাক্ত করতে পারবে।
এনগ্যাজেটস অবলম্বনে এজেড/ জানুয়ারি ১২/২০১৯/১২৩০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি