![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে গাছ লাগানোর বিকল্প নেই। তাই পৃথিবীর ফুসফুস ঠিক রাখতে ২০২৮ সালের মধ্যে একশ’ কোটি গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়েছে কানাডিয়ান দুই তরুণ।
ড্রোন দিয়ে বনায়নের জন্য তারা ফ্ল্যাশ ফরেস্ট নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন। তারা এমন একটি ড্রোন তৈরি করেছেন যা এক দিনে ২০ হাজার চারা ও ১ লাখ বীজ রোপণ করতে পারবে। ফলে মানুষের চেয়ে গাছ লাগানো যাবে ১০ গুণ দ্রুত গতিতে। এতে খরচ কমে আসবে ২০ শতাংশ।
ফ্ল্যাশ ফরেস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতি বছর ১৩ বিলিয়ন গাছ হারাচ্ছে পৃথিবী। এর বিপরীতে জন্মাচ্ছে অর্ধেক পরিমাণ গাছ। আমরা পৃথিবীর ফুসফুস ঠিক করার কাজে নেমেছি। অন্যান্য সব কাজের আগে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
গাছ লাগানোর জায়গা খুঁজতে ফ্ল্যাশ ফরেস্ট ব্যবহার করবে এরিয়াল ম্যাপিং সফটওয়্যার ও পরিবেশ বিজ্ঞানীদের সহায়তা নেওয়া হবে। জায়গা বাছাই হয়ে গেলে সেখানে বীজ, সার ও গাছের উপকারী মাইকররাইজ ফাঙ্গাস নিয়ে যাবে ড্রোনটি।
গত আগস্টে পাইলট প্রকল্পের ড্রোন দিয়ে আওতায় ৩ মিনিটে ১৬৫টি করে ৩ হাজার গাছ লাগানো হয়।
বিবোম অবলম্বনে এজেড/জানুয়ারি ১১/২০২০/১৩২২
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি