![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের বেশ কয়েকটি হ্যান্ডসেটে মূল্যছাড় দিয়েছে।
নতুন বছরে বিগ সেল অফার নামের এক ক্যাম্পেইন চালু করে প্রতিষ্ঠানটি তাদের কিছু মডেলে দুই হাজার টাকা পর্যন্ত ছাড়ের এই অফার দিয়েছে।
অফারের আওতায় চার জিবি র্যাম ও ৬৪ জিবি রমের ক্যামন ১২ এয়ার দুই হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ১২ হাজার ৯৯০ টাকায়।
তিন বিজি র্যাম ও ৩২ জিবি রমের স্পার্ক ৪ মডেলের হ্যান্ডসেটটি এক হাজার টাকা ছাড়ে ১০ হাজার ৯৯০ টাকায় মিলছে।
স্পার্ক ৪ এয়ার এক হাজার ছাড়ে ৯ হাজার ৪৯০ টাকায়, স্পার্ক গো দুই জিবি র্যাম ও ১৬ জিবি রম সংস্করণটি পাওয়া যাচ্ছে ৭ হাজার ৬৯০ টাকায়, এক জিবি র্যাম ও ১৬ জিবি রম সংস্করণটি ৬ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
ট্রানশান বাংলাদেশ লিমিটেড বলছে, গত ৭ জানুয়ারি থেকে এই ছাড় অফার শুরু হয়েছে। যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
ইএইচ/ জানু ০৯/ ২০২০/ ২৩৩০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি