![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মোডিফাই করা ভিডিও ‘ডিপফেইক’ নিষিদ্ধ করলো ফেইসবুক।
নিজেদের প্ল্যাটফর্ম থেকে ডিপফেইক প্রযুক্তিতে তৈরি ভিডিও সরানোর ঘোষণা দিয়েছে তারা। এক ব্লগ পোস্টে তারা জানিয়েছে, ভিডিও বিকৃত করার এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে।
ইতোমধ্যে ডিপফেইক ভিডিও বানিয়ে তারকা ও রাজনীতিবিদকে বিপদে ফেলা হয়েছে।
ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বুঝতে পারলে ভিডিও সরিয়ে দেবে ফেইসবুক। বা স্বাভাবিকভাবে যার যে কথা বলা উচিত না সে তাই বলছে, দর্শকদের এমন ধারণা তৈরি হলেও তারা ভিডিও মুছে দেবে। তবে প্যারোডি ও স্যাটায়ার ভিডিও এই নীতিমালার আওতায় পরবে না।
গত বছর মে মাসে মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির ভিডিও ডিপফেইক প্রযুক্তি দিয়ে এডিট করে ফেইসবুকে ছাড়া হয়। ভিডিওতে পেলোসির বক্তব্য বিকৃত করে তাকে মাতাল প্রমাণের চেষ্টা চালানো হয়। তবে ফেইসবুক, ভিডিওটি সরাতে তখন অস্বীকৃতি জানায়। সে সময় ফেইসবুককে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে সচেতনতা বৃদ্ধিতে মার্ক জাকারবার্গের ২০১৭ সালের কিছু ফুটেজ দিয়ে ডিপফেইক ভিডিও তৈরি করা হয়। সেখানে জাকারবার্গের বদলে ভিডিওটিতে অন্য এক ব্যক্তির কণ্ঠস্বর ব্যবহার করা হয়। যুক্তরাজ্যে আয়োজিত ডকুমেন্ট্রি ফেস্টিভেল ‘স্প্যাক্টার’ এ ভিডিওটি প্রদর্শন করা হয়।
আরও পড়ুন
টিকটকে ডিপফেইক ভিডিও তৈরির কোড
বিবিসি অবলম্বনে এজেড/ জানুয়ারি ০৮/২০১৯/১৩২০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি