অ্যাপলের ফেইস আইডির লোগো নকল স্যামসাংয়ের

ফেইস আইডি লোগো। বামে অ্যাপলের, ডানে স্যামসাংয়ের। ছবি : দ্য ভার্জ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের লোগো নকল করে আলোচনায় এসেছে স্যামসাং।

লাস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) ‘স্যামসাং পাস’ নামের একটি সেবা উন্মোচন করে। সেখানেই অ্যাপলের ফেইস আইডি ও টাচ আইডির লোগো নিজেদের প্রেজেন্টেশনে হাজির করে স্যামসাং।

স্যামসাং ব্যবহারকারীদের ডিভাইসে পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে কাজ করবে স্যামসাং পাস। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে ঢুঁকতে আর ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। বায়োমেট্রিক ছাপ দিয়েই লগ ইন করা যাবে। স্যামসাংয়ের নতুন ফোন, ট্যাবলেট ও ল্যাপটপে স্যামসাং পাস প্রি-ইন্সটল্ড হিসেবে থাকবে।

Techshohor Youtube

স্যামসাংয়ের প্রেসিডেন্ট ও কনজিউমার ইলেক্ট্রনিক ডিভিশনের সিইও এইচএস কিম সেবাটি নিয়ে এসব বিস্তারিত জানান। তার প্রেজেন্টেশনে মাত্র ১৫ সেকেন্ডের জন্য লোগো দুটি দেখা যায়।

আইরিস স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট রিডার ও ফেইস রিকগনিশনের জন্য স্যামসাংয়ের নিজস্ব লোগো আছে। এর আগেও অ্যাপলের ডিজাইন ও পেটেন্ট করা পণ্য নকল করেছে স্যামসাং। এ নিয়ে অ্যাপল তাদের বিরুদ্ধে মামলাও ঠুকেছে। তাই অ্যাপলের ডিজাইন করা লোগো কেনো তারা দেখালো তা স্পষ্ট নয়।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ জানুয়ারি ০৭/২০১৯/১২

আরও পড়ুন –

সবচেয়ে বেশি নকল স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ!

অ্যাপলের বিরুদ্ধে ৬ পেটেন্ট নকলের অভিযোগ

*

*

আরও পড়ুন