vivo Y16 Project

ফোল্ডেবল ল্যাপটপ আনলো লেনোভো

থিঙ্কপ্যাড এক্স১ ফোল্ড। ছবি : দ্য ভার্জ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোনের পর এবার ল্যাপটপেও দেখা গেলো ফোল্ডেবল প্রযুক্তি। এনেছে চীনা কোম্পানি লেনোভো। তাদের তৈরি বিশ্বের প্রথম ফোল্ডেবল ল্যাপটপটির নাম ‘থিঙ্ক প্যাড এক্স১ ফোল্ড।

ল্যাপটপটি চাইলে ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। এতে আছে অন স্ক্রিন কিবোর্ড। তবে চাইলে ফোল্ড করে নিচের অংশে ফিজিকাল কিবোর্ডও বসানো যাবে। ল্যাপটপটি দাঁড় করিয়ে, ওয়্যারলেস কিবোর্ড সামনে রাখলে ডেক্সটপ কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে। আনফোল্ড করলে ফিরে যাবে ট্যাব রূপে।

চাইলে দেওয়া যাবে ডেক্সটপের আদল। ছবি : টেকক্রাঞ্চ

এতে আছে ১৩ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। রেজুরেশন ২০৪৮ x ১৫৩৬ পিক্সেল। এতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ১১ ঘণ্টা।

Techshohor Youtube

ভবিষ্যতে অপারেটিং সিস্টেম হিসেবে এতে যুক্ত হবে উইন্ডোজ ১০এক্স সংস্করণ, যা বিশেষভাবে শুধু ফোল্ডেবল ডিসপ্লের জন্য তৈরি করছে মাইক্রোসফট।

থিঙ্কপ্যাড এক্স১ ফোল্ডের দাম শুরু হবে ২ হাজার ৪৯৯ ডলার (২ লাখ ৯ হাজার টাকা) থেকে। তবে কিবোর্ড, পেন ও স্ট্যান্ড কিনতে খরচ হবে অতিরিক্ত অর্থ। বাজারে আসবে বছরের মাঝামাঝি সময়ে। বছরের শেষ দিকে বাজারে আসতে পারে ল্যাপটপটির ফাইভজি সংস্করণ।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ জানুয়ারি ০৭/২০১৯/ ১৪৩৫  

*

*

আরও পড়ুন

vivo Y16 Project