![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কতজন গেইম খেলছে সেই হিসাবের বাইরে যদি আয়ের দিক হিসাব করা হয় তবে সবচেয়ে বড় ভিডিও গেইম ফোর্টনাইট।
গেইমটি সদ্য বিদায়ী বছরে আয় করেছে ১৮০ কোটি মার্কিন ডলার।
নেলসেন-গেইম ইন্ডাস্ট্রি গবেষণা প্রতিষ্ঠান সুপারডেটা জানাচ্ছে, ২০১৯ সালে ভিডিও গেইমে সবচেয়ে বেশি আয় করেছে ফোর্টনাইট। এটি মোট আয় করেছে ১৮০ কোটি মার্কিন ডলার।
তবে এই আয় ২০১৮ সালের চেয়ে কম। কারণ, সেবছর গেইমটি আয় করেছিল ২৪০ কোটি মার্কিন ডলার।
অবশ্য আয় কমে যাবার একটি অন্যতম কারণ চীনের টেনসেন্ট কোম্পানির আনা পাবজি গেইমটি। ব্যাটল রয়াল গেইম বা পাবজি বাজারে আসার পর এক ধরনের হুলস্থুল কাণ্ড বেধে যায় গেইমারদের মধ্যে।
বিশ্বব্যাপী গেইমটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। গেইমটি ২০১৯ সালে আয় করেছে ১৫০ কোটি মার্কিন ডলার।
ফোর্টনাইট গেইম নিয়ে শুরু থেকেই সমালোচনা হয়েছে। এমনকি কয়েকটি দেশে প্রথম দিকে গেইমটি নিষিদ্ধের কথাও ওঠে। তবে সবকিছু ছাপিয়ে অল্প সময়েই গেইমটি জনপ্রিয় হয়। ২০১৮ সালেই গেইমটির অ্যান্ড্রয়েড সংস্করণ বাজারে ছাড়া হয়। এরপর অল্প সময়েই এর জনপ্রিয়তা ছাড়িয়ে যায় সবকিছু। আর এখন আয়েও সবার উপরে গেইমটি।
ইএইচ/ জানু ০৩/ ২০১৯/ ১৬১৮
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি