ফাইভজির ব্যবহার এত বেশি!

5g-netwark-techshohor
ছবি : ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দক্ষিণ কোরিয়ায় ফাইভজি সংযোগ চালু হয় সদ্য সমাপ্ত বছরের এপ্রিলে। এর মধ্যেই নতুন প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারে রেকর্ড হতে যাচ্ছে।

গত নভেম্বরে দেশটির প্রতি একজন ফাইভজি সাবস্ক্রাইবার ডেটা ব্যবহার করেছেন ২৬ দশমিক ৩ গিগাবাইট। একই সময়ে ফোরজিতে ডেটা ব্যবহার হয়েছে একজনের বিপরীতে ৯ দশমিক ৫ গিগাবাইট। 

অবশ্য ডেটা ব্যবহারে যে খুব বেশি উত্থান হয়েছে এটা বলা যাবে না। কারণ, শুরুর মাস অর্থাৎ ২০১৯ সালের এপ্রিলে ফাইভজি ব্যবহারকারীরা গড়ে ২২ দশমিক ৯ গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন। যেখানে ফোরজিতে ব্যবহার ছিল ৮ দশমিক ৬ জিবি ডেটা। 

Techshohor Youtube
দক্ষিণ কোরিয়ায় ফাইভজিতে ডেটার ব্যবহার ফোরজির থেকে তিনগুণ বেশি। ছবি : ইন্টারনেট

গবেষণা প্রতিষ্ঠান টেফিসিয়েন্ট দেখিয়েছে, এপ্রিলে ৩৫ হাজার ৮৫১টি ফাইভজি সাইট নিয়ে যাত্রা হয়। এরপর গত ডিসেম্বরে দেশটিতে ফাইভজি নির্ভর সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪০৭টি। 

দেশটিতে এই কয়েক মাসেই ফাইভজি সাবস্ক্রাইবার পৌঁছে গেছে ৪৫ লাখে। 

আর সেখানকার মোট মোবাইল ডেটা ব্যবহারকারীর ১৯ দশমিক ১ শতাংশই এখন ফাইভজি ব্যবহারকারী। 

টেফিসিয়েন্ট অবলম্বনে ইএইচ/ জানু ০২/ ২০১৯/ ১৯২০

*

*

আরও পড়ুন