যা থাকবে সিইএসের আয়োজনে

৫২ বছর ধরে চলছে সিইএসের আয়োজন। ছবি : ইন্টারনেট।

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রতি বার বছরের শুরুতেই লাস ভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক শোয়ের (সিইএস) আয়োজন করে কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন।

এবারও তাদের আয়োজনে আগামী ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সিইএসের আসর বসবে। টুথব্রাশ, টিভি, ফোন, রোবট থেকে শুরু করে ইন্টারনেট কানেক্টেড টয়লেটসহ বহু কিছুরই দেখা মিলবে সেখানে।

সংবাদ মাধ্যম ডিজিটাল ট্রেন্ডের সিনিয়র এডিটর সেলেব ডেনিসন সিইএসে এবার ফাইভজি ডিভাইসের আধিক্য থাকবে। ফ্রিজ, টিভি ও যানবাহনসহ অনেক ধরণের পণ্যেই এবার ফাইভজি নেটওয়ার্ক দেখা যাবে। এআই সমৃদ্ধ ডিভাইসেরও কমতি থাকবে না। এবার ৮কে রেজুরেশনের বেশ কয়েকটি টিভি দেখা যাবে। প্রদর্শনীর জন্য কিছু সেক্স টয়ও রাখা হবে।

Techshohor Youtube

এবার রোবট চালিত ভ্যাক্যুয়াম ক্লিনারেরও আধিক্য দেখা যাবে। ডুয়েল স্ক্রিন কম্পিউটারেরও দেখা মিলবে এবার।

আসরে ইলেক্ট্রিক ট্রাক ও থ্রিডি প্রিন্টেড যানবাহনও প্রদর্শন করা হবে। নয়েজ ক্যান্সেলিং এয়ারবাডসের সঙ্গে এবার থ্রিডি অডিওকে মেইনস্ট্রিম করারও প্রচেষ্টা চলবে।

স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো ও অপো তাদের প্রথম ফোল্ডেবল ফোন প্রদর্শন করবে। স্যামসাংও নতুন মডেলের ফোল্ডেবল ফোন আনার ঘোষণা দেবে।

আরও পড়ুন

২৮ বছর পর সিইএসে ফিরছে অ্যাপল

এজেড/ জানুয়ারি ০২/২০১৯/১৭৩০

*

*

আরও পড়ুন