Techno Header Top and Before feature image

বিসিএসের নির্বাচন ১৪ মার্চ

ফাইল ছবি
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি বা বিসিএসের ২০২০-২২ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।

নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল অনুযায়ী সংগঠনটির কার্যনির্বাহী ৭ পরিচালক পদে এই নির্বাচন হবে। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লার আটটি শাখা কমিটির নির্বাচনও একইসঙ্গে অনুষ্ঠিত হবে। 

এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নূরুল কবীর। সদস্য রয়েছেন ওরাটেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেনস সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী ।

এছাড়া নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম। এতে সদস্য ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং ট্রেসার ইলেকট্রোকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এডি/২০২০/জানুয়ারি০১/১৮০০

*

*

আরও পড়ুন