![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিভিন্ন নামকরা শপিং মল হতে অবৈধ ও নকল মোবাইল, স্মার্টওয়াচসহ বিপুল পরিমান টেলিকম যন্ত্রপাতি জব্দ করেছে বিটিআরসি-র্যাব।
ঢাকার মোতালেব প্লাজা, নাহার প্লাজা, চট্টগ্রামের সানমার ওশান সিটি, ইউনুসকো সিটি সেন্টার, ফিনলে স্কোয়ার, রেজোয়ান কমপ্লেক্স, রিয়াজউদ্দিন বাজার, গাজী কমপ্লেক্স, বে-শপিং সেন্টার এবং কক্সবাজারের লাল দিঘীর পাড়, বিলকিস শপিং কমপ্লেক্সের বিভিন্ন দোকানে এগুলো পাওয়া যায়।
এতে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৪৭৮ টি নকল ও অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট, ২০টি স্মার্টওয়াচ, ২ টি নকল ট্যাব, ২০০ টি নকল আইফোন ব্যাটারি, ১২০০ টি নকল মোবাইল চার্জার, ৭০ টি নকল হেডফোন এবং ৫৪ টি ভুয়া আইএমইআই স্টিকার
এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানগুলোকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। মামলা হয় ১৯টি, সিলগালা করা হয় তিনটি দোকান। ডিসেম্বরের ১৮ ও ১৯ তারিখে এই অভিযান চলে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম এবং বিটিআরসির ইনফোর্সমেন্ট এবং ইন্সপেকশন শাখার সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসানের নেতৃত্বে অভিযানগুলো চলে।
এডি/২০১৯/ডিসে৩০/১৮২০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি