এসারের গেইমিং প্রতিযোগীতার বিজয়ী 'দ্য কাউন্সিল'

কম্পিউটার ব্র্যান্ড এসারের আয়োজিত গেইমিং প্রতিযোগীতার বিজয়ীরা। ছবি : এসারের সৌজন্যে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে প্রথম বারের মতো এসার আয়োজন করেছে আন্তর্জাতিক কম্পিউটার গেইমিং প্রতিযোগিতা ‘এসার প্রিডেটর লীগ ২০২০’।

এই গেইমিং প্রতিযোগিতায় ডোটা-২ খেলায় দলভিত্তিকভাবে খেলে প্রতিযোগীরা। শুক্রবার রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত জাতীয় পর্বে ‘ডোটা-২’ খেলে  দেশ সেরা হয় ‘দ্য কাউন্সিল’। বিজয়ীদের ৬ লাখ টাকা পুরস্কার দেয় এসার।

আগামী বছর ফেব্রুয়ারিতে ফিলিপাইনসের ম্যানিলা শহরে চূড়ান্ত পর্বে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বিজয়ী দলটি। এই দলের সদস্যরা হলেন মোহাম্মদ আমিন, জুন্নুন ইকবাল, মোহাম্মদ আরন, অভিক রাহমান, ফাহিম উজ্জামান ও রাহিব রেজা।

Techshohor Youtube

‘ডোটা-২’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক ভেইলভি কর্পোরেশনের তৈরি ‘ডিফেন্স অব দ্য এনসিয়েন্টস’ কম্পিউটার ভিত্তিক খেলায় ইন্টারনেটে সংযুক্ত হয়ে যুদ্ধের মাঠে শত্রুকে মোকাবিলা করতে হয়।

আয়োজকরা জানান, ইন্টারনেটের মাধ্যমে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়া প্রাথমিক পর্বে ৭০০ জন প্রতিযোগী ১১২ দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।

এজডে/ ডিসেম্বর ২৯/২০১৯/১২৩৭

*

*

আরও পড়ুন