![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ম্যাসেঞ্জার ব্যবহারের জন্য ফেইসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ জায়ান্টটি।
প্রযুক্তি বিষয়ক সংবাদ সাইট সিনেট জানিয়েছে, নতুনদের ক্ষেত্রে এমন নিয়ম কার্যকর হবে। তবে আগে থেকেই যারা ম্যাসেঞ্জার ব্যবহার করছেন তাদের কোনো সমস্যা হবে না।
ফেইসবুকের এক মুখপাত্র বলেছেন, তারা আসলে বিষয়টিতে আরও সহজ করতে চান। সে কারণে ম্যাসেঞ্জারে আলাদা ভাবে অ্যাকাউন্ট করার বিষয়ে জোর দিচ্ছেন।
২০১৫ সাল থেকেই ফেইসবুক শুধু ফোন নম্বর ব্যবহার করে ম্যাসেঞ্জারে প্রবেশের সুবিধা দিয়ে আসছে।
অবশ্য ফেইসবুকের এমন পরিকল্পনাকে অনেকেই তাদের অ্যাপের সমন্বিত সেবা হিসেবে আনার বিষয় হিসেবেই দেখছে। এগুলোকে একটি ‘এন্ড টু এন্ড’ এনক্রিপশন সেবা হিসেবে আনার পরিকল্পনার কথা জানাচ্ছে সিনেট।
অবশ্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, তারা ফেইসবুকের প্রতিটি সেবাকে একে অপরের সঙ্গে যুক্ত করতে চান। যেকোনো একটি সেবা ব্যবহার করে ফেসবুকের সব নেটওয়ার্কে বার্তা পাঠানোর সুবিধা চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
বর্তমানে প্রতিমাসে সক্রিয় ২৪০ কোটি ফেইসবুক এবং ১৩০ কোটি ম্যাসেঞ্জার ব্যবহারকারী রয়েছেন।
সিনেট অবলম্বনে ইএইচ/ ডিসে ২৮/ ২০১৯/ ২০৩৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি