![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জের তৃতীয় টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন তিনি।
গুগল প্লে স্টোরে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ নামে অ্যাপটি আগেই উন্মোচন করেছে কর্তৃপক্ষ। শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুকাব্বির হোসেন অ্যাপটি সম্পর্কে তথ্য তুলে ধরেন।
তিনি জানান, অ্যাপটির মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুক করা যাবে। বিকাশ, রকেট, অন্যান্য ডেবিট ও ক্রেডিট ব্যাংক কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করে টিকিট কেনা যাবে।
এইক সঙ্গে অ্যাপটির সাহায্যে বিমানের শিডিউল দেখা যাবে, ভাড়া জানা যাবে। ভবিষ্যতে অ্যাপটির সাহায্যে অনলাইন চেকইন করা, বিমানের আসন দেখা এবং রিফান্ড ইস্যু করতে পারবেন যাত্রীরা।
এখন অ্যাপটির সাহায্যে টিকিট কিনলে আগামী এক বছর ১০ শতাংশ ছাড়ে যাত্রীরা বিমানের টিকিট কিনতে পারবেন বলে জানান মুকাব্বির হোসেন।
যে কেউ গুগল প্লে স্টোরের এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
ইএইচ/ ডিসে ২৮/ ২০১৯/ ১৯১০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি