সিইএসে ওয়ানপ্লাসের কনসেপ্ট ফোন!

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস জানুয়ারিতে অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেক্ট্রনিক শো বা সিইএসে প্রথম কনসেপ্ট ফোন দেখাবে।

আগামী ৭ থেকে ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসছে সিইএস ২০২০ আসর। সেখানেই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কনসেপ্ট ওয়ান বিশেষ ইভেন্ট করবে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউ সিইএস ইভেন্টে কনসেপ্ট ফোন দেখানোর বিশেষ আয়োজন করার কথা জানান।

Techshohor Youtube

ওয়ানপ্লাস সেভেন আনার পর এবার প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে ওয়ানপ্লাস ৮ মডেলের ফোন আনবে বলে জানান লাউ।

অনলাইনে ছবি ছড়িয়ে পড়ার পর ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। যেখানে ‘ডুয়াল পাঞ্চ হোল’ পর্দা থাকছে। যা ওয়ানপ্লাস ৭ প্রো;র মতোই কার্ভড পর্দা থাকছে।

ফোনটির পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা। একটি ফ্ল্যাশ লাইট।

আট গিগাবাইট র‍্যামের সঙ্গে ফোনটিতে থাকতে পারে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটি চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরে।

আইএএনএস অবলম্বনে ইএইচ/ ডিসে ২৪/ ২০১৯/ ১৯৫০

*

*

আরও পড়ুন