দেশে মাদারবোর্ড বানাচ্ছে ট্রানশান

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে মাদারবোর্ড উৎপাদকের তালিকায় নাম লেখাচ্ছে ট্রানশান বাংলাদেশ লিমিটেড।

টেকনো ও আইটেল ব্র্যান্ডের হ্যান্ডসেট প্রস্তুতকারক এই কোম্পানি বাংলাদেশে বছরখানেক আগে কারখানা স্থাপন করেছে। সম্প্রতি দেশে চাহিদার পুরোটাই স্থানীয় উৎপাদন দিয়ে সামাল দিচ্ছে কোম্পানটি। 

২০১৯ সালের ডিসেম্বর হতেই এই মাদারবোর্ড উৎপাদনের জন্য প্রস্তুত ট্রানশান।

Techshohor Youtube

এর আগে গত বছর কম্পিউটার কারখানার উদ্বোধনের শুরু হতেই ওয়ালটন মাদারবোর্ড তৈরি শুরু করে। আর চলতি বছরের অক্টোবরের শেষে স্যামসাং দেশে মাদারবোর্ড উৎপাদনের ঘোষণা দেয়।

ছবি : ট্রানশান বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেইসবুক পেইজ

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক টেকশহরডটকমকে জানান, চলতি ডিসেম্বরেই মাদারবোর্ড উৎপাদনে যাচ্ছেন তারা।

‘স্থানীয় উৎপাদনে ট্রানশান অন্যতম সফল। কারখানা শুরুর ৬ মাস পরেই তারা চাহিদার  শতভাগ উৎপাদন করছেন। বর্তমানে মাসে ৫ লাখ হ্যান্ডসেট তৈরি হচ্ছে এখানকার কারখানায়’ বলছিলেন তিনি।

এডি/২০১৯/ডিসে২১/২১৩০

আরও পড়ুন –

দেশে ট্রানশানের মোবাইল কারখানা, মার্চের মধ্যে উৎপাদন 

বাংলাদেশে মোবাইল কারখানা করবে চীনের ট্রানশান হোল্ডিংস 

দেশে মোবাইলের ৩০% গ্রে মার্কেট

২ টি মতামত

  1. M N Hossain said:

    Really great news. Congrats to Transsion. Increased productivity inside our country will have positive impact on creating new jobs, decrease production cost and comparatively less end user price.

*

*

আরও পড়ুন