![]() |
ফখরুদ্দিন মেহেদী, কনটেন্ট কাউন্সিলর: বাংলাদেশর প্রযুক্তি উদ্যোক্তাদের সহায়তায় কাজ করবে সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান ‘ফাউন্ডার ইন্সিটিটিউট’। আর এ লক্ষে ঢাকায় প্রতিষ্ঠানটির একটি শাখার কাজ পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়েছে।
রোববার ‘ফাউন্ডার ইন্সিটিটিউট’ এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামি চার মাস দেশের প্রযুক্তির ব্যবসায় উদ্যোক্তাদের বিনামূল্যে প্রশিক্ষণ ও ব্যবসা শুরুর প্রাথমিক সহায়তা দেওয়া হবে।
জানাগেছে, এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রশিক্ষণ, আইটি কোম্পানির বিশেষজ্ঞ ও প্রধান নির্বাহীদের সাথে অভিজ্ঞতা বিনিময় এবং একটি স্থায়ী কোম্পানি প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। চার মাসের এই প্রকল্পটিতে খন্ডকালীন প্রশিক্ষণের পাশপাশি পূর্ণ সময়ের প্রশিক্ষণের ব্যবস্থা রাখছে প্রযুক্তি প্রশিক্ষণের দাতা প্রতিষ্ঠানটি।
প্রঙ্গত, ‘ফাউন্ডার ইন্সিটিটিউট‘ পৃথিবীর সবচেয়ে বড় উদ্যোক্তা প্রশিক্ষণ দাতা ও ব্যবসা শুরুর প্রাথমিক সহায়তা দানকারী প্রতিষ্ঠান। বিশ্বেও ৪০ টি দেশের ৬৬ টি শহরে তাদের শাখা রয়েছে। এ পর্যন্তু তারা ১১’শ প্রতিষ্ঠানকে প্রাযুক্তিক সহায়তা দিয়েছে যাতে প্রায় ১০ হাজারেরও বেশী লোকের কর্মসংস্থান হয়েছে।
বাংলাদেশে শাখা খোলার বিষয়ে ‘ফাউন্ডার ইন্সিটিটিউট‘ এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা আদিও রাজ্জি আশা প্রকাশ করে বলেন, এটা বাংলাদেশের জন্য নতুন একটা কিছুর সূচনা। আশা করি বাংলাদেশ একদিন সকল নতুন উদ্যোক্তাদের জন্য রোল মডেল হবে। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যেই অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কার্যক্র শুরু করতে আসবে।
তিনি আরো বলেন, আমরা এ দেশের প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ মেধাবী কর্মীদের দক্ষ করে তুলতে এবং অর্থপূর্ণ এবং স্থায়ী প্রযুক্তি প্রতিষ্ঠান নির্মাণের জন্য একটি কাঠামো শেখাতে চাই।
‘ফাউন্ডার ইন্সিটিটিউট’ এর প্রশিক্ষণ কার্যক্রমের মূল দায়িত্বে থাকবেন সাজিদুর রহমান এবং মিনহাজ আনোয়ার। তাছাড়া কোর্স প্রশিক্ষক হিসেবে থাকবেন সোলারিক এর ম্যানেজিং ডিরেক্টর দিদারুর ইসলাম, নিউজক্রেড লিমিটেডের সহকারী প্রতিষ্ঠাতা ইরাজ ইসলাম, বিজনেস অটোমেশন লিমিটেড এর সহকারী প্রতিষ্ঠাতা এবং সিইও জাহিদুল হাসান, ডোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান, লুনা শামসুদ্দোহা, জি এন্ড আর টেকনোলজিস লিমিটেড এর সিইও নাশিত ইসলাম, চ্যাম্পস২১ ডটকমের সিইও রাসেল আহমেদ, নাসসেনিয়ার প্রতিষ্ঠাতা শায়ের হাসান, এখনি ডকমের প্রতিষ্ঠাতা শামীম আহসান এবং জানালা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তামজিদ সিদ্দিক স্পন্দন। তবে আরো প্রশিক্ষক নিয়োগের ব্যাপারে কাজ করছে প্রতিষ্ঠানটি।
Ai proshikkhon taa khub e bhaalow monay [email protected] Aami outsourcing shomporkay kishu e jantaam nah baa bujtaam [email protected] Aapnaaday lakhaa poray bujtay shuru [email protected] Ai bishoa kau e aamakay shohojogitaa korshilow [email protected] Dhonnobaad janai aapnadayr [email protected]
Ai proshikkhon taa khub e bhaalow monay [email protected] Aami outsourcing shomporkay kishu e jantaam nah baa bujtaam [email protected] Aapnaaday lakhaa poray bujtay shuru [email protected] Ai bishoa kau e aamakay shohojogitaa korshilow nah jaanaa baa bojhaaer [email protected] Aami akjon disable lok, aami onak deen thaykay chaystaa korshilaam nijay bhaalow kishu koray daaraanor, aapnaadayr shohojogitaa palay, daaraatay perbo in shaa [email protected] Dhonnobaad janai aapnadayr [email protected]
How Can i get Chance on training? I am CSE final year student and wanna build my career With IT Business eCommerce. So i thing it will be great if i got oppertunity..
good job carry on