![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্লান্তি ভর করায় বিরতিতে যাচ্ছেন ইউটিউবার পিউডিপাই।
৩০ বছর বয়সী এই ইউটিউব তারকা এক ভিডিও পোস্টে জানান, আগামী বছর কিছু সময়ের জন্য তিনি ইউটিউব থেকে বিরতি নেবেন। সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না বলে আগে ভাগেই এ তথ্য সবাইকে জানিয়ে দিলেন তিনি।
ইউটিউবে তিনি পিউডিপাই নামে পরিচিত হলেও তার আসল নাম ফেলিক্স জেলবার্গ। ভিডিও গেইমের কমেন্ট্রি দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন। এক সময় তিনি বিশ্বের শীর্ষ আয়কারী ইউটিউবার ছিলেন। বর্তমানে সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারদের তালিকায় তার অবস্থান চতুর্থ।
তার সাবস্ক্রাইবার সংখ্যা এখন ১০২ মিলিয়ন (১০ কোটি ২০ লাখ)। সাবস্ক্রাইবারের দিক দিয়ে তার চেয়ে এগিয়ে আছে বলিউডের সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১২১ মিলিয়ন (১২ কোটি ১০ লাখ)।
এর আগে ২০১৬ সালেও বিরতি নেন ফেলিক্স শেলবার্গ। বিরতি নেওয়ার ব্যাপারে তিনি জানান, অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সব সময়ই ইউটিউবারদেরকে নতুন কিছু আপলোড করতে হয়। এই নতুন নতুন ভিডিও আপলোড করার চাপ কম নয়। তবে তিনি নিজের সীমাবদ্ধতা জানেন। কখন তাকে বিরতি নিতে হবে তাও ভালো মতোই বোঝেন। তাই হয়তো এখনো তিনি হারিয়ে যাননি।
আরও পড়ুন
বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১৭/২০১৯/১৭০৬
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি