![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সোশ্যাল মিডিয়া যে কাউকে যে কোনো কথা বলার সুযোগ দিয়েছে। এই সুযোগের অপব্যবহার করে অনেকেই অশ্লীল কিংবা রূঢ় শব্দ ব্যবহার করে অন্যকে আক্রমণ করেন।
এ ধরণের আক্রমণ ভার্চুয়াল জগতে সাইবার বুলিং নামে পরিচিত। সাইবার বুলিং ঠেকানোর জন্য নতুন একটি ফিচার চালু করছে ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম।
কোনো ব্যবহারকারী ইনস্টাগ্রামে আপত্তিকর ক্যাপশন পোস্ট করতে গেলেই সতর্কবার্তা দেখাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ন্ত্রিত ফিচারটি। সতর্কবার্তায় লেখা থাকবে, এর আগে রিপোর্ট করাপোস্টের সঙ্গে আপনার ক্যাপশনের মিল রয়েছে। এই বার্তার ঠিক নিচেই ‘Edit Caption, Learn More ও Share Anyway নামের তিনটি অপশন দেখানো হবে।
ব্যবহারকারীরা ক্যাপশন লেখার সময়ই এআই আপত্তিকর শব্দ শনাক্ত করে সতর্কবার্তা দেখাতে পারবে। এতে করে ক্যাপশন এডিট করার সুযোগ পাওয়া যাবে।
বিশ্বের অল্প কয়েকটি দেশে ফিচারটি চালু করা হয়েছে। দেশগুলোর নাম জানা যায়নি। আগামী বছর ফিচারটি আরও কয়েকটি দেশে পাওয়া যাবে।
ইউবারগিজমো অবলম্বনে এজেড/ পিএন/ ডিসেম্বর ১৭/২০১৯/১৫৩৮
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি