![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিজয়ের ৪৮ বছর পূর্তিতে লাল-সবুজের রঙে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। বিজয় গর্বের শুভেচ্ছায় ভরে উঠেছে ওয়াল।
বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, লাল-সবুজ পতাকাসহ নানার ধরনের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
সোশ্যাল অ্যাক্টিভিস্ট শরিফুল হাসান যেমন তার পোস্টে লিখেছেন, ‘চারপাশে লাল সবুজের জাতীয় পতাকা, মাইকে বেজে চলা অবিরত গান, সবার চোখে মুখে উচ্ছাস, বিজয় দিবসের প্যারেড; সবমিলিয়ে ১৬ ডিসেম্বরের শীতের এই দিনটা খুব মায়াময়। বুকের ভেতরটায় আজ খুব অন্যরকম হয়।পৃথিবীর খুব কম দেশের মুক্তিযুদ্ধ করে এমন বিজয়ের দিন প্রাপ্তির আনন্দ আছে। আজ বারবার চিৎকার করে বলতে ভালো লাগে জয় বাংলা। গুনগুনিয়ে গাইতে গাইতে চোখ ভিজে যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
মোহাম্মাদ কাওছার উদ্দিন লিখেছেন, ‘বিজয় তুমি লাখ শহীদের রক্তভেজা দান, বিজয় তুমি লাখ বাঙ্গালির মুক্তি কামী প্রাণ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
ইশতিয়াক তানভীর নামের একজন লিখেছেন, ‘যাদের রক্তের বিনিময়ে আজকের এই দেশ, এই বিজয় তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা।’
নিশাত মাসফিকা লিখেছেন, ‘আমরা যেনো আমাদের পতাকার সম্মান ধরে রাখতে পারি- এই হোক বিজয় দিবসের আমাদের আজকের অঙ্গিকার…
-বিজয়ের শুভেচ্ছা।’
‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান।
ফেইসবুকে বিভিন্ন ধরনের ছবি দিয়েছেন অনেকেই। যার বেশিরভাগই বিজয় দিবস উপলক্ষ্যে নানা ধরনের ভবনের সাজসজ্জার। এমন একটি ছবিও ভাইরাল হয়েছে ফেইসবুকে। যেখানে একজন রিকশা চালককে তার রিকশা থেকে একটি সেলফি তুলতে দেখা যায়।
এছাড়াও নানান ধরনের ছবিতে চেয়ে গেছে ফেইসবুক।
ইএইচ/ ডিসে ১৬/ ২০১৯/ ১২৩৬