ম্যাক প্রো যখন চিজ গ্রেডার

টুইটার ব্যবহারকারীর মন্তব্য 'ম্যাক প্রোর সঙ্গে চিজ গ্রেডার ফ্রি'। ছবি : থ্রিলিস্ট ডটকম

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ডিজাইনের ম্যাক প্রো কম্পিউটার কিনতে গেলে ক্রেতাদেরকে অন্তত ৬ হাজার ডলার গুণতে  হবে।

এই টাকা দিয়ে কম্পিউটারে কাজ করার পাশাপাশি চিজও গ্রেড করা যাবে। কারণ ম্যাক প্রোর পেছন দিকটায় আছে খাঁজ কাটা অংশ। এর সঙ্গে চিজ গ্রেটারের বেশ মিল রয়েছে।

এ নিয়ে ইন্টারনেটে শুরু হয়েছে ট্রল। মজার ছলে বানানো এক ভিডিওতে সত্যি সত্যি চিজ গ্রেড করে দেখানো হয়। চিজ গ্রেট করার আগে কেসিং খুলে নেওয়া হয়। এরপর কেসিংয়ের মধ্যেই গ্রেড করে নেওয়া হয় চিজ।

Techshohor Youtube

কম্পিউটার হিসেবে দারুণ শক্তিশালী ম্যাক প্রো। তাই রিভিউয়াররা ম্যাক প্রো নিয়ে খারাপ কোনো রিভিউ দিতে পারেননি। কিন্তু চিজ গ্রেড করার ক্ষেত্রে ম্যাক প্রোয়ের পারফরমেন্স যে ভালো না তা ভিডিও দেখেই বোঝা গেছে। চিজ গ্রেড করা সম্ভব হলেও চিজগুলোকে ম্যাক প্রোর কেসিংয়েই আটকে থাকতে দেখা যায়।

যন্ত্রপাতি সারাইয়ে একে অপারকে সহায়তার প্ল্যাটফর্ম আইফিক্সইটে ১৯ মিনিটের ভিডিওটি আপলোড করা হয়।

গত বৃহস্পতিবার থেকে অর্ডারের জন্য উন্মোচন করা হয় ম্যাক প্রো। ডেক্সটপ কম্পিউটারটির দাম শুরু হয়েছে ৬ হাজার ডলার (৫ লাখ ৪ হাজার টাকা) থেকে। সবচেয়ে দামি সংস্করণটির দাম ধরা হয়েছে ৫২ হাজার ৭৪৮ ডলার (৪৪ লাখ ৩০ হাজার ৮৩২ টাকা)।

ইউবারগিজমো অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১৪/২০১৯/১৩

*

*

আরও পড়ুন