Techno Header Top and Before feature image

পাবজির আয় ১৫০ কোটি ডলার

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট তাদের পাবজি এবং তার নতুন সংস্করণ গেইম ফর পিস থেকে চলতি বছর আয় দেড়শো কোটি ডলার ছাড়িয়েছে। 

সেন্সর টাওয়ার নামের একটি গবেষণা ও বিশ্লেষণী প্রতিষ্ঠান পাবজির এই আয়ের তথ্য জানিয়েছে।

গেইমটি চীনে পুনরায় গেইম ফর পিস নামে অ্যাপ প্লে স্টোরে ছাড়লে সেখান থেকেই ৬১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয় করে।

বিশ্বব্যাপী পাবজি মোবাইলে অন্তত ৫৫ কোটি ৫০ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছে। 

পাবজি ডাউনলোডের দিক থেকে সবার উপরে আছে ভারত। দেশটিতে মোট ডাউনলোডের ২১ শতাংশ বা ১১ কোটি ৬০ লাখবার ডাউনলোড হয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে চীন। দেশটিতে গেইমটি ১৯ শতাংশ বা ১০ কোটি ৮০ লাখবার ডাউনলোড করা হয়েছে। যুক্তরাষ্ট্রে আট শতাংশ বা প্রায় ৪ কোটি ২০ লাখ ডাউনলোড হয়েছে। 

এর মধ্যে গুগল প্লে স্টোর ডাউনলোডের ক্ষেত্রে এগিয়ে আছে। সেখান থেকে ৩৩ কোটি ৪০ লাখবার ডাউনলোড হয়েছে, যা মোট ডাউনলোডের ৬০ শতাংশ। আর অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের পরিমাণ ২২ কোটি বা ৪০ শতাংশ। 

এছাড়াও গত অক্টোবরে টেনসেন্ট মোবাইলে কল অব ডিউটি গেইমটি উন্মুক্ত করে দিলে তা এখন পর্যন্ত আয় করে ৯ কোটি ৫ লাখ ডলার। 

ইএইচ/ ডিসে ১৩/ ২০১৯/ ১৪০৬

*

*

আরও পড়ুন