![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল সার্চে যে বিষয়গুলো সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সেগুলো নিয়ে ইয়ার ইন সার্চ ২০১৯ এর তালিকা প্রকাশ করেছে গুগল। বৈশ্বিকভাবে ভাইরাল হওয়া বিষয়গুলো এই তালিকায় উঠে এসেছে।
২০১৯ সালে গুগলে সবচেয়ে বেশি বার সার্চ করা হয়েছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, হলিউডের তরুণ অভিনেতা ক্যামেরন বয়েসের মৃত্যু, কোপা আমেরিকা, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, আইফোন ১১ মডেলের তথ্য।
নিউজ বিভাগের শীর্ষ ৫ ট্রেন্ডিং বিষয় হলো কোপা আমেরিকা, নটর ডেম, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ, ঘূর্ণিঝড় ডোরিয়ান ও রাগবি ওয়ার্ল্ডকাপ।
পিপল বিভাগের শীর্ষে আছেন আমেরিকান ফুটবলার অ্যান্টোনিও ব্রাউন, ফুটবলার নেইমার, ইউটিউবার জেমস চার্লস, মার্কিন অভিনেতা-গায়ক জসি স্মোলেট ও মার্কিন স্ট্যান্ড আপ কমেডিয়ান কেভিন হার্ট।
সিনেমা বিভাগের শীর্ষে আছে অ্যাভেঞ্জারস এন্ড গেইম, জোকার, ক্যাপ্টেন মার্ভেল, টয় স্টোরি ৪ ও অ্যাকুয়াম্যান।
এজেড/ ডিসেম্বর ১২/২০১৯/১৪২০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি