টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের নামিদামী সব প্রযুক্তি প্রতিষ্ঠান সিইএসে তাদের পণ্য প্রদর্শন করে। কিন্তু এই আয়োজনে অ্যাপলের দেখা মেলে না। দীর্ঘ ২৮ বছর পর এবার তারা ফিরে আসছে সিইএস এর আয়োজনে। যদিও নতুন কোনো প্রযুক্তি পণ্য প্রদর্শন করবে না অ্যাপল ।
তবে সিইএস এর আয়োজনে গিয়ে ‘প্রাইভেসি’ বিষয়ে কথা বলবেন অ্যাপলের গ্লোবাল প্রাইভেসির সিনিয়র ডিরেক্টর জেন হোরভাথ। সেখানে অন্যান্য কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে ৭ জানুয়ারি তিনি একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
প্রতি বার বছরের শুরুতেই লাস ভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক শোয়ের (সিইএস) আয়োজন করে কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন।
অ্যাপল সর্বশেষ সিইএস-তে অংশ নিয়েছিলো ১৯৯২ সালে। সে সময় অ্যাপলের সিইও ছিলেন জন স্ক্যালি। তার আগ্রহেই নিউটন নামের একটি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছিলো অ্যাপল। ১৯৮৭ সালে ডিভাইসটি তৈরির প্রকল্প হাতে নেয় অ্যাপল। পরে ১৯৯৩ সালে পণ্যটি তারা বাজারে বিক্রি করা শুরু করে। ১৯৯৭ সালে স্টিভ জবস অ্যাপলে ফিরে আসলে পণ্যটির উৎপাদন বন্ধ করার নির্দেশ দেন তিনি।
সিনেট ও গ্যাজেটস নাউ অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১০/২০১৯/১৪২৫
আরও পড়ুন –