Techno Header Top and Before feature image

তারপরও লোকমুখে গুগলেরই সুনাম!

ছবি : রয়টার্স

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অস্ট্রেলিয়ায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ছক আঁকলেও অ্যাপল, স্যামসাংয়ের চেয়ে বেশি সুনাম রয়েছে গুগলের। 

ব্র্যান্ড ইনস্টিটিউট অস্ট্রেলিয়া ২০১৯ সালে দেশটিতে বিশ্বস্ত ও সুনাম অর্জন করা ব্র্যান্ডদের একটি তালিকা প্রকাশ করে। সেখানে দেখা যায়, গুগল দেশটির সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে শীর্ষে স্থান করে নিয়েছে। 

ইনস্টিটিউটটি তাদের এই তালিকা তৈরি করতে দেশটির প্রাপ্তবয়ষ্ক দুই হাজার ব্যক্তির কাছ থেকে কয়েকটি বিষয়ে মতামত গ্রহণ করেছে। সুনাম বা রেপুটেশন নির্ণয়কারী বিষয় হলো ড্রাইভিং ফ্যাক্টরি, প্রোডাক্ট ও সার্ভিস, উদ্ভাবন, কমিউনিকেশ, ফিন্যান্স, পারফরমেন্স, কাস্টমার ভ্যালু, অপারেশন ও সামাজিক দায়বদ্ধতা।

এমনকি হার্ডওয়্যারের দিক থেকেও গুগল দেশটিতে দ্বিতীয় হয়েছে এই জরিপ থেকে। যেখানে দক্ষিণ কোরিয় জায়ান্ট স্যামসাং শীর্ষস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। 

গত বছর দেশটিতে বড় ধরনের এক তদন্তের মুখে পড়েছিল গুগল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অস্ট্রেলিয়ান কম্পিটিশন ও কনজ্যুমার কশিমন অভিযোগ তোলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে না পারার। 

ইএইচ/ ডিসে ০৯/ ২০১৯/ ১৬৪৫ 

*

*

আরও পড়ুন