পাবজি নিয়ে ওয়েব সিরিজ আসছে ইউটিউবে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পাবজি গেইমের উন্মাদনা এখনই শেষ হচ্ছে না। গেইমটি নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরির ঘোষণা দিয়েছে এর নির্মাতা কোম্পানি টেনসেন্ট গেইমস।

এবারই প্রথমবারের মতো জনপ্রিয় গেইমের উপর ভিত্তি করে ওয়েব সিরিজ নির্মাণ করা হচ্ছে। ৫ পর্বের ওয়েব সিরিজটির নাম দেয়া হয়েছে ‘দোস্তি কা নয়া ময়দান’। ওয়েব সিরিজটিতে বিভিন্ন স্তরের পাবজি প্লেয়ারদের জীবন কাহিনী তুলে ধরবে। ক্রিসমাস উপলক্ষে ওয়েব সিরিজটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে আগামী ২৫ ডিসেম্বর। ইতোমধ্যে, পাবজি মোবাইল ইন্ডিয়া টিম তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ৩২ সেকেন্ডের একটি ট্রেইলার প্রকাশ করেছে।

ওয়েব সিরিজটি ডেভেলপ করেছে পাবজি মোবাইল ইন্ডিয়া টিম। তাদেরকে সহযোগিতা করেছে গেইমটির অন্য দুই ডেভেলপার লাইটস্পিড ও কোয়ান্টাম স্টুডিওস।

Techshohor Youtube

ভারতে পাবজি গেইমটি ব্যাপক জনপ্রিয়। তাই জনপ্রিয়তার কথা বিবেচনা করে ওয়েব সিরিজটি হিন্দি ভাষায় তৈরি করা হয়েছে। এক জরিপে দেখা গেছে, ভারতীয় পাবজি প্লেয়ারদের ৭৫ শতাংশই গেইমটি খেলেন মোবাইলে। বাদ বাকি ২৫ শতাংশ প্লেয়ার গেইমটি খেলেন পিসি বা গেইমিং কনসোলে।

বিবোম অবলম্বনে পিএন/ এজেড/ ডিসেম্বর ০৯/২০১৯/১৫৪৪

*

*

আরও পড়ুন