![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল যে ব্যবহারকারীদের লোকেশন ডেটা ও সার্চ হিস্ট্রি সংরক্ষণ করে সে বিষয়টি এখন আর কারও অজানা নেই।
ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করায় অনেকেই অসন্তুষ্ট হন গুগলের উপর। তাই লোকেশন ও সার্চ হিস্ট্রি ডিলিট করার ক্ষমতা ব্যবহারকারীদের হাতে তুলে দিয়েছে গুগল।
‘অটোমেটিকালি ডিলিট ইয়োর লোকেশন হিস্ট্রি’ নামের একটি ফিচার যুক্ত হওয়ার ফলে ৩ বা ১৮ মাস পর পর স্বয়ংক্রিয়ভাবে লোকেশন ও সার্চ হিস্ট্রি গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। এর বেশি পুরোনো কোনো তথ্য গুগলের কাছে থাকবে না।
তবে এই ফিচার গুগল অ্যাকাউন্টে পেইজে নয়, পাওয়া যাবে গুগল ম্যাপসের সেটিংসে। সব লোকেশন হিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে একবারে মুছে ফেলতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। কীভাবে কাজটি করতে হবে তা নিচে বর্ণনা করা হলো।
সিএনবিসি অবলম্বনে এজেড/ ডিসেম্বর ৯/২০১৯/১৩০১০