Techno Header Top and Before feature image

২০২০ সালে ড্রোন সরবরাহ পাঁচ লাখ ছাড়াবে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট অব থিংকস নির্ভর ড্রোনের চাহিদা চলতি বছরে কিছুটা বেড়েছে। এই বছরের চেয়ে আগামী বছর ড্রোনের চাহিদা অন্তত ৫০ শতাংশ বাড়বে। 

২০২০ সালে অন্তত ৫ লাখ ২৬ হাজার ইউনিট ড্রোন বিক্রির পূর্বাভাস দিচ্ছে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার।

এছাড়াও যেভাবে চাহিদা বাড়ছে তাতে আগামী ২০২৩ সালের মধ্যে ড্রোনের সরবরাহ বেড়ে দাঁড়াতে পারে ১৩ লাখ ইউনিটে। 

গার্টনার বলছে, নির্মাণ খাতে এখন ড্রোনের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই খাতে চাহিদাও বাড়ছে। বড় নির্মাণ এলাকা তদারকি করতে এখন ড্রোন খুবই সহায়ক হচ্ছে বলেও জানাচ্ছেন নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

এই খাতেই আামী বছর অন্তত দুই লাখ ড্রোন সরবরাহ করা হবে। আর ২০২৩ সালে এর পরিমাণ আরও বাড়বে। পায়ে হেঁটে নির্মাণাধীন এলাকায় পৌঁছানোর চাইতে ড্রোনের সাহায্যে তদারকি করা সহজ বলেও জানায় গার্টনার। 

নির্মাণ ছাড়াও ফায়ার সারভিলেন্স, পুলিশ ইনভেস্টিগেশন ও সার্ভিলেন্স, ইনসুরেন্স ইনভেস্টিগেশন, রিটেল ফুলফিলমেন্টসহ আরও কিছু কাজের জন্য ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। 

ইএইচ/ ডিসে ০৬/ ২০১৯/ ১১০০

*

*

আরও পড়ুন