Techno Header Top

কমেই মিলবে গ্যালাক্সি ফোল্ড ২

galaxy-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জানুয়ারিতে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেক্ট্রনিক শোতে গ্যালাক্সি ফোল্ড ২ এর দেখা মিলতে পারে। ফোনটি বাজারে আসবে এপ্রিলে।

ফোনটি আসতে আরও কয়েক মাস দেরি থাকলেও এখনই এর দাম সম্পর্কে আভাস মিলেছে। সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ড জানিয়েছে, ক্লামশেল ডিজাইনের ফোনটির দাম হবে ৮৪৫ ডলার।

গ্যালাক্সি ফোল্ড ২ দেখতে হবে মটোরোলা রেজারের ফোনের মতো। নতুন ফোল্ডেবল ডিভাইসটি ৬ দশমিক ৭ ইঞ্চি বা ৮ দশমিক ১ ইঞ্চি স্ক্রিনসহ আসবে। ফোনটি ভিতরের দিকে নয় বরং বাইরের দিকে ভাঁজ করা যাবে। ফোনটির ডিসপ্লের উৎপাদন ইতোমধ্যে শুরু হয়েছে।

স্ক্র্যাচ রোধে গ্যালাক্সি ফোল্ডের মতো ডিসপ্লেতে ট্রান্সপারেন্ট পলিমাইড ফিল্ম থাকবে না। এর বদলে ডিসপ্লের প্রোটেক্টিভ লেয়ার হিসেবে থাকবে আল্ট্রা থিন গ্লাস।

প্রথম প্রজন্মের গ্যালাক্সি ফোল্ডের দাম ছিলো ১৯৮০ ডলার। অত্যধিক দামের কারণে ফোনটি আশানুরূপ জনপ্রিয়তা পায়নি। শুধু ভারতেই ফোনটি জনপ্রিয় হয়েছে। দিপাবলী উৎসবের সময় অনলাইনে ৩০ মিনিটের মধ্যে ১৬০০ ইউনিট বিক্রি করে স্যামসাং।

গ্যাজেটস নাউ অবলম্বনে এজেড/ ডিসেম্বর ৪/২০১৯/১৭২২

১ টি মতামত

*

*

আরও পড়ুন