Techno Header Top and Before feature image

গেইমিং ফেস্টের আসর বসছে এআইইউবিতে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে  সাইবার গেইমিং ফেস্ট।

এ নিয়ে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট’।

চার দিনব্যাপী এই ফেস্টের সার্বিক আয়োজন করছে ‘এআইইউবি কম্পিউটার ক্লাব’ এবং  স্পন্সর হিসেবে থাকছে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’। প্রতিযোগিতাটি চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নিতে পারবে দেশের সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা।

এবারের প্রতিযোগিতায় থাকছে ফিফা ২০,রেসিং গেইম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড, টিম গেইম সিএস: গো, ডোটা ২, পাবজি মোবাইল(টিম এবং একা)।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে এই ঠিকানায়

এজেড/ ডিসেম্বর ০৩/২০১৯/১৭৩৫

আরও পড়ুন –

এআইইউবিতে সিএস ফেস্ট শুরু ২৭ নভেম্বর 

দেশে বসছে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্মেলন

*

*

আরও পড়ুন